জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছিনতাইপ্রবণ এলাকার জঙ্গল পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ছিনতাইপ্রবণ এলাকার জঙ্গল পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ছিনতাইয়ের অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দারা। প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা কয়েক দফায় আবেদন করলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে এবার ওই এলাকার জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ওই জায়গায় জঙ্গল পরিষ্কার শুরু করেন শিক্ষার্থীরা। কার্যক্রমটির উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম। এতে তাঁর পরিচালিত একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, অর্ধশতাধিক শিক্ষার্থী দা ও কাস্তে দিয়ে এলাকাটির জঙ্গল পরিষ্কার করছেন। তাঁদের একজন সড়কে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় ঘন জঙ্গল থাকায় দিন দিন খুবই অনিরাপদ হয়ে উঠেছিল।

কর্মসূচিতে অংশ নেন সাভার কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী হৃদয় হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশকে আমাদের দায়িত্ব নিতে হবে। সব জায়গায় পরিষ্কার করতে হবে। এলাকাটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা জঙ্গল পরিষ্কার করেছি। এতে করে ছিনতাইকারীরা সেখানে ঘাপটি মেরে থাকতে পারবে না।’

জঙ্গল পরিষ্কার কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের কয়েকজন
ছবি: প্রথম আলো

কার্যক্রমটির উদ্যোক্তা জাকিরুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারীরা এখানে ছিনতাইয়ের করে খুব সহজেই জঙ্গলে পালিয়ে যান। এ কারণে জঙ্গল পরিষ্কার করেছি। তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়। এখানে একটি পুলিশ বক্স এবং উঁচু প্রাচীর দরকার। বহু আগে থেকেই সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ছিনতাইকারীরা এত দিন ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় এসব অপকর্ম চালিয়ে এসেছে।’

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকেও ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তবে সেখানে ভুক্তভোগী বা অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

গতকাল এক নারীসহ দুজন মীর মশাররফ হোসেন হল ফটক দিয়ে সাভারের সিঅ্যান্ডবি এলাকার দিকে যাচ্ছিলেন। পরে কয়েকজন ছিনতাইকারী তাঁদের আটকে ছিনতাই করেন এবং ছেলেটাকে হাতে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আমিন মিয়া

প্রত্যক্ষদর্শী রিকশাচালক আমিন মিয়া জানান, গতকাল এক নারীসহ দুজন মীর মশাররফ হোসেন হল ফটক দিয়ে সাভারের সিঅ্যান্ডবি এলাকার দিকে যাচ্ছিলেন। পরে কয়েকজন ছিনতাইকারী তাঁদের আটকে ছিনতাই করেন এবং ছেলেটাকে হাতে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীরা সাভারের কলমা এলাকার দিকে চলে যান। তবে ভুক্তভোগীদের নাম-ঠিকানা জানা যায়নি।

গত বছরের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত জাবালিসহ দুজন সাভার থেকে রিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন। ওই সময় এলাকাটিতে তিন ছিনতাইকারী তাঁদের বহনকারী রিকশা থামিয়ে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।