চাঁদাবাজি-দখলদারি, মিথ্যা মামলার জন্য দেশ স্বাধীন করিনি: ফয়জুল করীম

বাউফল পাবলিক মাঠে বক্তব্য দেন মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। আজ বুধবার বিকেলেছবি: প্রথম আলো

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘বৈষম্য দূর করার জন্য জীবন বাজি রেখে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি। ছাত্র-যুবকেরা জীবন দিয়েছেন, দেশ স্বাধীন হয়েছে। খুন-গুম, চাঁদাবাজি-দখলদারি, মিথ্যা হামলা-মামলার জন্য দেশ স্বাধীন করিনি। মানুষের ভাগ্যের পরিবর্তন ও নিরাপত্তা দিতে সংগ্রাম করেছি, দেশ স্বাধীন করেছি।’

আজ বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে বাউফল পাবলিক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা শাখা আয়োজিত সমাবেশে ফয়জুল করীম এ কথা বলেন। ছাত্র–জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার ও দুর্নীতিবাজদের বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সমাজভিত্তিক কল্যাণমূলক ইসলামি রাষ্ট্রগঠনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, ‘বিগত দিনে সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ দেখেছি। শেখ সাহেব, জিয়াউর রহমান, সত্তার, এরশাদ, খালেদা ও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন দেখেছি। তবে মানুষের কোনো উন্নয়ন দেখিনি। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। শুধু হয়েছে লুটপাট, চাঁদাবাজি, টাকা পাচার, হত্যা, খুন আর গুম।’

জনগণের উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াত, শিবিরের কোনো নেতা প্রকাশ্যে রাস্তায় নামেননি। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা-কর্মী ও ছাত্র–জনতা জীবন বাজি রেখে রাস্তায় সংগ্রাম করেছেন। তাই আগামী নির্বাচনে চাঁদাবাজ-দখলদারকে ভোট দেবেন না। এক চোরকে সরিয়ে আরেক চোরকে ক্ষমতায় বসাবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গুন্ডা, মাস্তান দুর্নীতিবাজকে কোনো অবস্থাতেই ভোট দেবেন না।’

বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

ফয়জুল করীম বলেন, ইসকন বাংলাদেশের মধ্যে নতুন সন্ত্রাসবাদ সৃষ্টি করতে চায়। তারা ভিন্ন আঙ্গিকে দেশকে অস্থির করতে চায়। বাংলাদেশের মানুষ ঘুমিয়ে যায়নি। অস্থিরতা তৈরি করতে চাইলে বাংলাদেশের মানুষ ঝাড়ুপেটা করে এ দেশছাড়া করবে। তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।