খুলনায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে ঘিরে সংঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বুধবার বিকেলেছবি: প্রথম আলো

খুলনায় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ জনগণের জানমালের ক্ষতির অভিযোগ করা হয়েছে। মামলায় ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল বুধবার রাতেই সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় গ্রেপ্তার ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা, জানমালের ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই করে ছয়জন ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।

গতকাল সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি দিয়েছিলেন শিক্ষার্থীরা। কর্মসূচি উপলক্ষে গতকাল বেলা ১১টা থেকে নগরের রয়েল মোড় এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

গতকাল বেলা দুইটার দিকে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সংঘাতের সময় সাতরাস্তা মোড়, রয়েল মোড়সহ পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তখন পুলিশের হামলায় ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছিলেন বলে দাবি করেছিলেন শিক্ষার্থীরা।