নরসিংদীতে বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মহাসড়ক, যানজটে দুর্ভোগ

বকেয়া পরিশোধের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আদুরী গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ। আজ রোববার বিকেলে শিবপুর উপজেলার বরইতলায়ছবি: সংগৃহীত

নরসিংদীতে তিন মাসের ‘ওভারটাইম’ বিল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠান আদুরী গার্মেন্টসের শ্রমিকেরা। আজ রোববার বিকেলে জেলার শিবপুর উপজেলার বরইতলায় এলাকার ওই কারখানার সামনে প্রায় সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকেরা বলছেন, তিন মাস ধরে ওভারটাইম (নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ) বিল ও বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। ঈদের আগেও ‘দিই, দিচ্ছি’ করেও শেষ পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া পরিশোধের দাবি জানালে নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাঁরা।

শ্রমিকদের অবরোধের কারণে অন্তত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ রোববার বিকেলে শিবপুর উপজেলার বরইতলায়
ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। সন্ধ্যা সাতটার দিকে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার আশ্বাসে আন্দোলনরত শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপরই ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ওই কারখানার শত শত শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে। মালিকপক্ষের আশ্বাসে পরে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন।