সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে। এর আগে ম্যুরালটি অপসারণে ‘তৌহিদি জনতা’র ব্যানারে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল
ছবি: প্রথম আলো

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু ম্যুরাল অপসারণ হওয়ায় গতকাল শুক্রবার বাদ জুমা শোকরানা সমাবেশ হয়েছে। ‘তাওহিদি কাফেলা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে দাবি করা হয়, সিলেটের আলেম-ওলামা ও তৌহিদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণ করেছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, রাতের আঁধারে কে বা কারা ভেঙে দিয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এর আগে ৯ জানুয়ারি ‘সিলেটের তৌহিদি জনতা’র ব্যানারে নগরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরবর্তী সময়ে একই দাবিতে একাধিক কর্মসূচি পালিত হয়।

২০২০ সালের ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই ম্যুরাল উদ্বোধন করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এদিকে গতকাল জুমার নামাজের পর ‘তাওহিদি কাফেলা’র ব্যানারে শোকরানা সমাবেশে সভাপতিত্ব করেন তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খান। বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, হজরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতি রশিদ আহমদ।

বক্তারা বলেন, সিলেটের মাটিতে কোনো ধরনের ভাস্কর্য মেনে নেওয়া হবে না। সিলেট সেনানিবাসেও শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দ্রুত সেটাও অপসারণ করতে হবে।