মোহনগঞ্জে গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর বাজারের একটি দোকানের ভেতর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পিঠা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
ওই পিঠা বিক্রেতার নাম মো. রুবেল মিয়া (৪৫)। তিনি বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত লিল মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আদর্শনগর বাজারে একটি টিনের চালা ঘরে পিঠা বিক্রি করতেন। প্রায় দিনই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরে রাতে থেকে যেতেন। আজ দুপুরে বাজারের লোকজন রুবেলের সাড়া না পেয়ে ডাক দেন। পরে ঘরে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর গলায় গামছা প্যাঁচানো ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়। খবর পেয়ে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।