নওগাঁয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ছয়জন গ্রেপ্তার
নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদসহ বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার বিএনপির অন্য দুই নেতা-কর্মী হলেন, সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যনির্বাহী সদস্য সোহেল রানা।
মান্দা উপজেলায় গ্রেপ্তার বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মী হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও যুবদলকর্মী বেলাল হোসেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সদর থানা এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা–কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে নওগাঁ পৌরসভা, জগৎসিংহপুর, রজাকপুর এবং সদর উপজেলার কীর্তিপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি নাশকতার মামলা হয়। গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা ওই মামলার আসামি। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী গতকাল রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা–কর্মীকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালে উপজেলার ফেরিঘাট এলাকায় নাশকতার একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে আজ সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।