কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে নয়টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কে ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির সরদার (৫২) বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আহত মো. রনি (৩০) একই এলাকার মাইদুল ইসলামের ছেলে। দুজনই নির্মাণশ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির সরদার ও রনি মোটরসাইকেলে করে ফুলবাড়ী পৌর শহর থেকে উপজেলার শিবনগর এলাকায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে উত্তর সুজাপুর এলাকায় ডান দিকের রাস্তায় মোড় নিতে গিয়ে দিনাজপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাকির সরদারকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুপুর ১২টার দিকে বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা থানায় এলে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।