‘মানুষ কাজে-কামে আছে, ভোট দিবার আসিবে দুপুরের পর’
‘ধান কাটা-মাড়াই চলোছে। মানুষ কাজে-কামে আছে। আকাশটা দোহা নাগেছে (মেঘাচ্ছন্ন আকাশ), ধান টান উঠাইবে, টানাটানি করিবে। রান্নাবাড়ি করি ভোট দিবার আসিবে দুপুরের পর।’ দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে আলাপকালে এভাবেই বলছিলেন ইদ্রিস আলী (৪৭)।
তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর ও সদর উপজেলায় আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট জমা পড়েছে ১৫০টি। প্রিসাইডিং কর্মকর্তা বার্নার্ড মার্ডি জানান, এই কেন্দ্রে ভোটারসংখ্যা ২ হাজার ৭২১। আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।
ভোটের বিষয়ে চানতে চাইলে ইদ্রিস আলী বলেন, ‘এখনো ভোট দেইনি, বাড়িওলি আসিবি। হামরা অপেক্ষা করোছি। ওই আসিলে এক সাথোত ভোট দিমো।’
সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। ভোটকেন্দ্রের বাইরেও নেই ভোটারদের আনাগোনা। মাঝেমধ্যে এক-দুজন আসছেন; ভোট দিয়ে চলে যাচ্ছেন। দাঁড়িয়ে ও বসে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বেলা ১১টায় ভেড়ভেড়ী ইউনিয়নের চক সাকোয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট জমা পড়েছে ৪৪১টি। প্রিসাইডিং কর্মকর্তা শাম্মী আক্তার জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৯। হিসাব অনুযায়ী, তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৪ দশমিক ৫১ শতাংশ।
কেন্দ্রের বাইরে কথা হয় উজ্জ্বল হোসাইন নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘এইটা মন্ত্রীর কেন্দ্র (সংসদ সদস্যের বাড়ির পাশে) দেখিয়া ভোট এংনা বেশি পড়োছে। সকাল থাকি তিনডা সেন্টারত ঘুরি দেখনু, ভোটার নাই।’
বেলা সাড়ে ১১টা পর্যন্ত আংগারপাড়া উচ্চবিদ্যালয়ে ভোট দিয়েছেন ৪৫৭ জন। প্রিসাইডিং কর্মকর্তা ওয়ারেস আলী জানান, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৫৯ জন। এখানে সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ।
সবারই এই নির্বাচনে ভোট দেওয়া উচিত বলে মনে করেন ভাবকী ইউনিয়নের বাসিন্দা কমল চন্দ্র রায়। তিনি জানালেন, ভোরে ঘুম থেকে উঠেছেন। ১০ কাঠা জমির ধান মাড়াই করেছেন। এরপর ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। শহরে একটি হলুদ মাড়াই কলে চাকরি করেন তিনি। এখন তিনি কর্মস্থলে যাচ্ছেন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী (হেলিকপ্টার প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (মোটরসাইকেল), সাবেক চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ (আনারস) এবং ঘোড়া প্রতীকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এই উপজেলায় মোট ভোটারসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫১৯। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন। আর নারী ভোটার ৭২ হাজার ৭৮২ জন।