রংপুর জিলা স্কুল মাঠে অনুমতি পায়নি সনাতনী জাগরণ জোট, সমাবেশ হবে মাহীগঞ্জ কলেজে
রংপুর নগরের জিলা স্কুল মাঠে আট দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায়নি ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’। তবে শহর থেকে দূরে মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আজ শুক্রবার দুপুরে সংগঠনটিকে সমাবেশ করতে বলা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও মঠ-মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ‘সনাতন জাগরণ মঞ্চ’। ১৭ নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ আত্মপ্রকাশ করে। এই জোটের ব্যানারে আজ রংপুর বিভাগীয় সমাবেশ হওয়ার কথা আছে।
সনাতন জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, তাঁরা জিলা স্কুল মাঠে সমাবেশ করতে জেলা প্রশাসনের কাছে অনুমতি চান। কিন্তু তাঁদের জিলা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। রংপুর শহর থেকে চার কিলোমিটার দূরে মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করতে বলা হয়েছে।
দীপঙ্কর ভট্টাচার্যের অভিযোগ, প্রশাসন চাচ্ছে না তাঁদের কর্মসূচিটি সফল হোক। তাই পূর্বনির্ধারিত ভেন্যু না দিয়ে হয়রানি করা হয়েছে। অথচ কয়েক দিন আগে একই মাঠে একটি রাজনৈতিক দল সমাবেশ করেছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার সনাতনী সংগঠনটিকে বিভাগীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া সুলতানার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়ে, রংপুর জেলা স্কুল শহরের কেন্দ্রস্থলে হওয়ায় এ জায়গায় জনসমাগম হলে শহরের ব্যাপক যানজট হওয়ার সম্ভাবনা আছে। তাই ভেন্যু পরিবর্তন করে মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে অনুমতির চিঠিতে বেলা দুইটা থেকে সন্ধ্যার আগে কর্মসূচি শেষ করাসহ ১৫টি শর্ত দেওয়া হয়।
জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রথম আলোকে বলেন, পারিপার্শ্বিক ও সার্বিক বিবেচনায় রংপুর জিলা স্কুল মাঠের পরিবর্তে মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। যাতে রংপুর শহর যানজটমুক্ত থাকে।
অন্য সংগঠনগুলোকে জেলা স্কুল মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, সনাতনী জাগরণ জোটের এমন অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘এটাই আমাদের সার্বিক সিদ্ধান্ত।’
কর্মসূচির আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ ছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে তাঁদের অতিথিরা এসেছেন।
আজ সকাল ১০টার দিকে মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, সমাবেশ মঞ্চ তৈরি করা হচ্ছে। দূরদূরান্ত থেকে শ খানেক সনাতন নারী-পুরুষ এসেছিলেন ততক্ষণে। সাত থেকে আটজনের পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিল। আয়োজকদের প্রতিনিধি রবীন্দ্রনাথ সরকার প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হবে।
সমাবেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী প্রথম আলোকে বলেন, সনাতনী জাগরণ জোটের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।