ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি বাস আগুনে পুড়ে গেছে। আজ শনিবার ভোরে মহাসড়কের পাশে থাকা তিশা পরিবহন নামের বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বাসটি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় মহাসড়কের পাশে ডাম্পিং করা অবস্থায় ছিল। আজ ভোরে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মাদকাসক্ত কোনো ব্যক্তি ধূমপানে পর সিগারেটের অবশিষ্টাংশ বাসের মধ্যে ফেলেছেন। এটি থেকে আগুন লাগতে পারে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।