বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর পথসভায় যাওয়ার পথে দুজনকে হাতুড়িপেটা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীর সভায় অংশ নিতে যাওয়ার পথে দুজনকে হাতুড়িপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাসিন্দা আবদুস সালাম মণ্ডল (৫৬) ও জাহাঙ্গীর হোসেন (৫৩)। তাঁদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম ওরফে সাধন (মোটরসাইকেল প্রতীক)। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
গতকাল রাতে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের পথসভা হয়। পথসভায় যোগ দিতে আজাদের সমর্থক আবদুস সালাম ও জাহাঙ্গীর হোসেন ভ্যানে করে সোনাপুর বাজারে যাচ্ছিলেন। নবাবপুর ইউনিয়নের বেরুলি বাজার কবরস্থানের পাশে খোলা মাঠের কাছে পৌঁছালে মোটরসাইকেলের বহর নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সালাম ও জাহাঙ্গীরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। পরে এ দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ শিকদার বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। আরেকজনের বাঁ হাতে আঘাতের চিহ্ন আছে। আঘাতের স্থানগুলোতে গোল গোল চিহ্ন হয়ে আছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ির আঘাতে এমনটি হয়ে থাকতে পারে।
চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনকে অস্থিতিশীল করতে আমার কর্মীদের ওপর বারবার হামলা করা হচ্ছে। এর আগে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্নজনকে হুমকি দিচ্ছেন, প্রতিনিয়ত নির্বাচনী বিধিমালা ভঙ্গ করছেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।’ হামলার বিষয়টি মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান আবুল কালাম আজাদ।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিমের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পথসভায় যোগ দিতে যাওয়ার সময় আনারস প্রতীকের দুই সমর্থকের ওপর হামলা করা হয়েছে। আহত ব্যক্তিরা হামলাকারীদের চিনতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।