গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাস খাদে, ২ যাত্রী নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন খুলনার রূপসা উপজেলার তিলক গ্রামের আলিম উদ্দিন শেখ ছেলে মিজান শেখ ও খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের রাজু আহমেদের স্ত্রী সায়মা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের যাত্রী মিজান শেখ ও সায়মা বেগম মারা যান। আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।