বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদি শম্ভু কুমার শর্মার (৬২) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর রাতের দিকে শম্ভুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শম্ভু কুমার শর্মা বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম জোতপাড়া এলাকার হরেন্দ্র নাথ শর্মার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শম্ভু কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে ভোর চারটার দিকে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, শম্ভু কুমার শর্মার কয়েদি নম্বর ৪২৮৭/এ। তিনি ১৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আইনি প্রক্রিয়ার শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।