ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের গণসংলাপে জোনায়েদ সাকি। আজ শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠেছবি: প্রথম আলো

ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত ও তাদের লোকেরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসরেরা বসে নেই। অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে তারা নানা ষড়যন্ত্র করছে।

আজ শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলনের গণসংলাপ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে’ শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে জেলা গণসংহতি আন্দোলন।

জোনায়েদ সাকি বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। কত নৃশংস, কত ভয়ংকর। ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত ও তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদের খেপিয়ে দিতে চেয়েছিলেন। যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে এবং ওই ছবি, ভিডিও পশ্চিম দেশে দেখাতে পারে। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র।’

জোনায়েদ সাকি বলেন, গত সাড়ে ১৫ বছর হামলা, মামলা, গ্রেপ্তার, বিনা বিচারে আটক, গুম, খুন, বিনা বিচারে হত্যা করে আওয়ামী লীগ সরকার একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে। অন্তত ১২ লাখ কোটি টাকা তাঁরা পাচার করেছেন। এই রাজত্ব ভেঙে দিয়েছেন আবু সাঈদ। আবু সাঈদের পথ ধরে অসংখ্য ছাত্র-শ্রমিক বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছেন। এই অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায়, কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। গণসংলাপে রংপুর বিভাগের ৮ জেলার নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

ফ্যাসিস্টদের সংবিধান, শাসনব্যবস্থা, আইনকানুন বহাল রেখে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব না বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। গণতন্ত্র কায়েম করতে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন বন্দোবস্তের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

‘অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করলেও মানুষ কষ্টে আছে’ বলে উল্লেখ করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, দ্রব্যমূল্য বেশি, কৃষকের সারের দাম বেশি, হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি। গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হত্যাকাণ্ডের বিচার হয়নি। ফুলবাড়ীতে হত্যা করা হয়েছিল, বিচার হয়নি।

ফ্যাসিস্টদের কোনো রাজনৈতিক অধিকার থাকে না বলে মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, ‘ফ্যাসিস্টরা আমাদের খুন করবে, আর তারা মাফ পেয়ে গিয়ে বিনা বিচারে আবার লুটে খাবে, এই সুযোগ তাদের দেওয়া যাবে না। দেশের মাটিতে সব ফ্যাসিস্টের বিচার হবে।’