নওগাঁয় স্কুলশিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

নওগাঁয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। বৃহস্পতিবার দুপুরে শহরের গোস্তহাটির মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

নওগাঁয় কোটা আন্দোলনকারীদের সমর্থনে স্কুলশিক্ষার্থীরা মিছিল বের করলে সেখানে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে শহরের হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা  হামলা চালান। হামলার নেতৃত্বে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলকে দেখা গেছে। হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

নওগাঁয় কোটা সংস্কারের দাবিতে বের হওয়া মিছিলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলে, কোটা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা স্কুলের কিছু শিক্ষার্থী হাট-নওগাঁ স্কুল থেকে শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাত্রলীগ তাদের ওপর চড়াও হয়। এতে তাদের অন্তত ১০ জন আহত হয়েছে।