১৫ আগস্ট পালনের প্রস্তুতি নিচ্ছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ

জাতীয় শোক দিবসপ্রথম আলো ফাইল ছবি

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতে তারা পুলিশের কাছে অনুমতি চাইবে।

আজ সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে ফোন করে এই তথ্য জানান জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান। তিনি জেলা পরিষদের চেয়ারম্যানও। তবে তিনি কোথায় আছেন, সে ব্যাপারে কিছু জানাননি। ফোনে তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য জেলা আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ধ্বংস হয়ে যাওয়া কার্যালয়ে তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো কর্মসূচি পালনের অবস্থা নেই। তবে শোক দিবসে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জেলা পরিষদের জায়গায় থাকা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া হবে।

সদর উদ্দীন খান আরও বলেন, শীর্ষ নেতারা না থাকলেও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে চলা আন্দোলনের সময় ৪ আগস্ট জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিকেলে দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মজমপুর এলাকাসহ শহরের বেশ কিছু জায়গায় স্থাপন করা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।