বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই ভাই, সন্ধ্যায় ভৈরব নদে পাওয়া গেল লাশ

লাশ
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলায় ভৈরব নদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শেখহাটী ইউনিয়নের আফরা গ্রামের ভৈরব নদে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো—আইয়ান ফকির (৩) ও তাহসীন ফকির (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আইয়ান ফকির নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের দবির ফকিরের ছেলে ও তাহসীন ফকির একই গ্রামের সুলতান ফকিরের ছেলে।

সুলতান ফকির বলেন, গতকাল বিকেলে তাহসীন ও তাঁর ভাই দবির ফকিরের ছেলে আইয়ান বাড়ির পাশে খেলছিল। তবে কিছুক্ষণ পর থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের ভৈরব নদের কাঠের ব্রিজ এলাকায় কাছাকাছি স্থানে পানিতে ভাসমান অবস্থায় তাহসীন ও আইয়ানকে পাওয়া যায়। সেখান থেকে তাদের দ্রুত উদ্ধার করে যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ভৈরব নদের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। তারা আপন চাচাতো ভাই। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।