সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পিস্তলের ভয় দেখিয়ে অন্যের জমি ভরাটের চেষ্টার অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে পিস্তলের ভয় দেখিয়ে এক ব্যক্তির জমি ভরাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার আনোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট প্রতিমন্ত্রী থাকাকালে উপজেলার রৌমারী গ্রামের মৃত আবদুল মান্নান হাজির ৪৫ শতক জমি জোর করে দখল করেন জাকির হোসেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই জমি ও পার্শ্ববর্তী জমিতে জাকিরের লোকজন মাটি ভরাট শুরু করেন। এ সময় আবদুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন বাধা দিলে জাকির তাঁকে ও পরিবারের সদস্যদের পিস্তলের ভয় দেখান এবং গুলি করার হুমকি দেন। পরে আনোয়ার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গতকাল বিকেলে রৌমারী থানায় একটি জিডি করেন।
আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ভয়ে আছি। আমার বাপদাদার সম্পতি দখল করে নিয়েছে। আমি এর ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে গতকাল রাতে স্থানীয় সংবাদকর্মীদের তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ দেওয়া হয়েছে। বরং আমি যাতায়াতের জন্য তাদের রাস্তা দিয়েছি। সেই রাস্তার মাটি কেটে নিয়ে যাওয়ায় বাধা দিলে তারা আমাকে হয়রানির জন্য এমন ভুয়া অভিযোগ দাখিল করেছে।’
জিডি পাওয়ার কথা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা হিল জামান বলেন, অভিযোগ তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত শুরু হবে।