সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা ও হামলা, আহত ২০

পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি। বুধবার দুপুরে সিলেট নগরেছবি: আনিস মাহমুদ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের ওপর নির্বিচারে পুলিশ পেছন থেকে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে তাঁদের কয়েক নারী শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সিলেট নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ভর্তি হয়েছেন। আহত অন্যরা বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম–পরিচয় বলতে পারেননি তিনি।

শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে সিলেট-মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন, তখন উল্টো তাঁরাই হামলা চালিয়েছেন। ইটপাটকেল ছুড়েছেন। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানের গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায়
ছবি: আনিস মাহমুদ

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সারা দেশে ছাত্র–জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা গুম-খুনের প্রতিবাদে এবং এসব ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীদের আজ দুপুরে পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর ১২টার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা নগরের সুবিদবাজার মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাঁদের পথ রোধ করেন। শিক্ষার্থীরাও সুবিদবাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন। পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আরও পড়ুন

এদিকে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষক। শিক্ষকদের পক্ষ থেকে গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। শিক্ষকেরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা পুলিশ প্রশাসনকে বলতে চান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা বা হামলা করা যাবে না। এ রকম যদি চলতে থাকে, শিক্ষার্থীদের সঙ্গে তাঁরাও মাঠে নামবেন।

আরও পড়ুন
আরও পড়ুন