শার্শায় আফিলের পাটকলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ ঘোষণা
যশোরের শার্শায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পাটকলে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পাটকলের প্রধান ফটক দিয়ে ঢুকে কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাটকলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে পাটকলের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকছে। ফটক-সংলগ্ন একটি ঘরের জানালার কাচ ভাঙচুর করছে কয়েকজন। এরপর পাটকলের ভেতরে ঢুকে মসজিদের জানালার কাচসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
আফিল জুট উইভিং কারখানার প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, সকালে হঠাৎ করে শতাধিক দুর্বৃত্ত কারখানার ফটকে হামলা চালায়। ফটকের দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা ফটক টপকে ভেতরে ঢোকে। প্রথমে ফটকের পাশের কক্ষসহ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। তারপর পাটকলের স্বত্বাধিকারী সদ্য সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের দাপ্তরিক কক্ষে ভাঙচুর করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তার স্বার্থে আপাতত পাটকলের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, ২০০৯ সালে সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নামে শার্শায় আফিল জুট উইভিং মিলস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। এতে আশপাশের এলাকার বেকার অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাটকলের কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এ হামলা করেছেন।
জানতে চাইলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, ‘আমাকে আফিল গ্রুপের একজন পরিচালক ফোন করে এ বিষয়ে অভিযোগ করেছেন। তবে আফিল উদ্দিনের জুট মিলে হামলা বা ভাঙচুর বিএনপির পক্ষ থেকে হয়নি। স্থানীয় কোনো ইস্যুতে বিক্ষুব্ধ মানুষ এ ঘটনা ঘটাতে পারেন। সেখানে বিএনপির কোনো কর্মী হয়তো থাকতে পারে। বিএনপির কোনো পর্যায়ের নেতা বা কর্মী ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে দুর্বৃত্তদের কারখানায় হামলা করার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভেতরের একটা মসজিদের জানালার কাচ ও প্রধান ফটকের পাশে একটি ছোট ঘরের জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। পুলিশের টহল আছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এ ঘটনায় মামলা করতে বলা হয়েছে। এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।