গণঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার প্রবেশের সুযোগ পাবে: জাহিদ হোসেন

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় বক্তব্য দেন এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া গণঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার প্রবেশের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরের বারুতখানা এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, কোনোভাবেই গণঐক্যে ফাটল ধরানো যাবে না। ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। বিএনপি চায়, ভোটাধিকারের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। নিজের ও দলের কৃতকর্মের কারণে লক্ষ্মণ সেনের মতো শেখ হাসিনাকে দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। গণহত্যাকারীদের আগে বিচারের মুখোমুখি হতে হবে, এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি না।

স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে বিএনপির ৫০০ নেতা-কর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিত্তের মালিক হলেও লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে। তারা সব সময় মানুষের অধিকার হরণ করেছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই।’

জাহিদ হোসেন বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ নির্বিচার মানুষকে গুলি করে হত্যা করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনস্রোতে আওয়ামী লীগ ভেসে গেছে। আজও তাদের হদিস মেলেনি। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। যার কারণে দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও এনামুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, মিফতাহ্ সিদ্দিকী প্রমুখ।