অনির্দিষ্টকালের জন্য বন্ধ গাজীপুরের কেয়া নিট কারখানা
জানমালের নিরাপত্তার কারণ দেখিয়ে গাজীপুর মহানগরীর ‘কেয়া নিট কম্পোজিট লিমিটেড’ নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামী ১৫ জানুয়ারি শ্রমিকদের সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কারখানাটি বন্ধসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার দুপুরে এসব তথ্য জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে কোনাবাড়ীর জরুন এলাকায় ওই কারখানার শ্রমিকেরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। আজ সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কারখানাটির সামনে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকার কারণে কর্তৃপক্ষ কারখানার জান ও মালের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন অনুয়ায়ী কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল। পরে কারখানায় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি সাপেক্ষে কারখানা খোলার তারিখ লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে।
এদিকে কোনাবাড়ী থানার অধীন এ বি এম ফ্যাশন লিমিটেডের (অনন্ত গ্রুপ) ছাঁটাই করা শ্রমিকেরা আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে মালিকপক্ষের থেকে চাকরিচ্যুত শ্রমিকদের আগামীকালের মধ্যে বিজিএমইএর ‘ব্ল্যাক লিস্ট’ থেকে অপসারণের ঘোষণা দিলে এ কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকেরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আজাদ রহমান বলেন, ‘এখনো বন্ধ কারখানাটির সামনে শ্রমিকেরা আছেন। তাঁরা স্বাভাবিকভাবেই বেতন চান। এদিকে মালিক আর্থিক অবস্থার কারণে বেতন দিতে পারছেন না। তিনি কারখানাতেও আসেন না। শ্রমিকেরা মাঝেমধ্যে উত্তেজিত হয়ে ফিডার রোড বন্ধ করেন, আবার শান্ত হয়ে যান।’