গাছে ঝুলছিল যুবকের লাশ

মরদেহ উদ্ধারপ্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. হানিফ (৩০)। আজ সোমবার সকালে জামতলী হেডম্যানপাড়ার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসের কাছে একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার রাতে দীঘিনালা শহরের একটি মাহফিলে গিয়ে হানিফ রাতে আর বাসায় ফেরেননি হানিফ। সবাই ভেবেছিলেন, মাহফিলে আছেন তিনি। সকালে তাঁর লাশ একটা গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’