মাগুরায় আবাসিক হোটেল থেকে চাকরিজীবীর লাশ উদ্ধার
মাগুরায় একটি আবাসিক হোটেল থেকে এক চাকরিজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত সৈকত হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ওই কক্ষে ঢোকে।
নিহত ওই ব্যক্তির নাম ইব্রাহীম উদ্দিন (৪৭)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে অবস্থিত তারা বিস্কুট নামের একটি কোম্পানিতে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।
সৈকত হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি কোম্পানির কাজে এসেছেন বলে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। খাবার খেয়ে রাত ১০টার দিকে কক্ষে ঢোকেন। সকালে ওই ব্যক্তির স্ত্রী মুঠোফোনে হোটেলের ব্যবস্থাপককে জানান, ইব্রাহীম উদ্দিনকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। এরপর জানালা দিয়ে হোটেলের লোকজন দেখতে পান, ওই ব্যক্তি বিছানায় শুয়ে আছেন। এমন পরিস্থিতিতে সদর থানার পুলিশকে জানানো হয়।
ইব্রাহিমের স্ত্রী নাসরিন আক্তার মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর স্বামী কোম্পানির কাজে বিভিন্ন জেলায় ভ্রমণ করেন। সেভাবেই গতকাল মাগুরা এসেছিলেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। কিন্তু সকাল আটটা থেকে মুঠোফোনে কল দিলেও পাচ্ছিলেন না। পরে হোটেলের ব্যবস্থাপককে ফোন করেন তিনি।
জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’