নতুন কমিটি নিয়ে বগুড়ায় মুখোমুখি অবস্থানে ছাত্রলীগের দুই পক্ষ, উত্তেজনা

জেলা ছাত্রলীগের নতুন কমিটির পরিচিতি সভায় যোগ দিতে আসা নেতা–কর্মীদের হাতে লাঠিসোটা দেখা গেছে। আজ শুক্রবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায়
ছবি: সোয়েল রানা

বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছে সংগঠনের দুই পক্ষ। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় নতুন কমিটির নেতা–কর্মী ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা–কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা দেখা দিয়েছে। সংগঠনের ক্ষুব্ধ এই দুই অংশের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

প্রত্যাশিত পদ না পাওয়ায় বগুড়া জেলা ছাত্রলীগের একটি অংশ গত চার দিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখে। ৬৬ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দিলেও নতুন করে তারা ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আজ শুক্রবার সকাল নয়টা থেকেই ওই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রত্যাশিত পদ না পাওয়া এসব নেতা ও তাঁদের সমর্থকেরা।

আরও পড়ুন

অন্যদিকে কার্যালয় থেকে কিছুটা দূরে শহরের সাতমাথা এলাকার মুজিব মঞ্চে আজ বেলা সাড়ে ১১টার দিকে পরিচিত সভা ডেকেছে জেলা ছাত্রলীগের নতুন কমিটি। তাদের কর্মী-সমর্থকেরা অবস্থান নিয়েছেন জিলা স্কুলের সামনে ও আলতাফুন্নেছা খেলার মাঠে। সংঘাত এড়াতে ছাত্রলীগের এই দুই পক্ষের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

এর আগে গত সোমবার রাত নয়টার দিকে বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সম্মেলন ছাড়াই সাত বছর পর ঘোষিত এ কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম আছে। কমিটি ঘোষণার পরপরই শহরের টেম্পল সড়কে আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ওই ভবনে ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কার্যালয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে ওই ভবনের ফটকে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন