বগুড়ায় অবশেষে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে গণতন্ত্র মঞ্চ। ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার দুপুর ১২টায় সেখানে পথসভা হবে।
পুলিশ ও সমাবেশের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণতন্ত্র মঞ্চের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ করার কথা ছিল। কিন্তু যানজটের কারণ দেখিয়ে পুলিশ শহরের শহীদ খোকন পার্কে সমাবেশ আয়োজনের প্রস্তাব দেয়। তবে সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় জেলা যুবলীগ। একই সময়ে এবং একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা বিরাজ করায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ সেন্ট্রাল হাইস্কুল মাঠে করার অনুমতি দিয়েছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, গতকাল সোমবার বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কর্মসূচির গাড়িবহর ও কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, রাতে বগুড়া শহরে রাত্রিযাপনকালে গাড়িবহরে হামলা, কথিত শান্তি সমাবেশের নামে একের পর এক গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধাদানের মাধ্যমে শাসক দলের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ—সবকিছুই হচ্ছে পুলিশের নির্লিপ্ততা এবং পরোক্ষ ইন্ধনে। সাতমাথায় আজকের সমাবেশে যুবলীগ ও পুলিশ বাধা দেওয়ায় তাঁরা সেন্ট্রাল হাইস্কুল মাঠে পথসভা করবেন। সমাবেশে সরকার ও প্রশাসনের অগণতান্ত্রিক আচরণের নিন্দা জানাবেন।
জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার বলেন, আজ বেলা ১১টায় শহীদ খোকন পার্কে যুবলীগের পূর্বনির্ধারিত সমাবেশ রয়েছে। যেকোনো মূল্যে তাঁরা সমাবেশ সফল করবেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, গণতন্ত্র মঞ্চ প্রথমে সাতমাথায় সমাবেশ করার কথা জানিয়েছিল। কিন্তু যানজটের কথা ভেবে তাদের শহীদ খোকন পার্কে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। সেখানে অন্য একটি সংগঠন পাল্টা কর্মসূচি দেওয়ায় সংঘাত এড়াতে গণতন্ত্র মঞ্চকে অন্যত্র সমাবেশ করতে বলা হয়েছে।
আয়োজকদের অভিযোগ, সাতমাথায় মুজিব মঞ্চে বছরজুড়ে রাজনৈতিক দলের সমাবেশ-পথসভার মতো কর্মসূচি হয়ে আসছে। কিন্তু যানজট তৈরি হবে এমন অজুহাত দেখিয়ে পুলিশ সাতমাথায় সমাবেশ আয়োজনে আপত্তির কথা জানিয়েছে।