নিখোঁজের তিন দিন পর ব্যাংকের কর্মচারীর বস্তাবন্দী লাশ উদ্ধার
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি এলাকা থেকে আজিজুর রহমান মাসুদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার মাঠকর্মী ছিলেন। গত শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ডামুড্যা থানা সূত্র জানায়, আজিজুরের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকায়। ২০১৩ সাল থেকে তিনি অগ্রণী ব্যাংকের ডামুড্যা শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করেন। গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ আজিজুরদের বাড়ির পাশে বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে বস্তা ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তখন পুলিশে খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে পুলিশ ওই বস্তার ভেতর থেকে আজিজুরের মরদেহ উদ্ধার করে।
অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার ব্যবস্থাপক আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, আজিজুর অন্তত ১০ বছর অগ্রণী ব্যাংকে কাজ করছেন। তিনি মাস্টার রোলে মাঠকর্মী ছিলেন।
আজিজুরের স্ত্রী ফারজানা বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। কারও সঙ্গে বিরোধ নেই। তা হলে মানুষটাকে কেন, কারা হত্যা করল? কেন তাঁকে মেরে সন্তানদের এতিম করল, আমাকে বিধবা করল?’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ প্রথম আলোকে বলেন, হত্যাকারীদের সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।