নোয়াখালীতে হত্যাসহ ১৮ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ২টি হত্যাকাণ্ডসহ ১৮টি মামলার পলাতক আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫)। গতকাল শুক্রবার রাতে উপজেলার ওছখালী এলাকার সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজমল হোসেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবার নাম আজাহার উদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজমল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা আজ সকালে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আজমল হোসেনের বিরুদ্ধে থানায় ২টি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। এ ছাড়া ৫ আগস্টের পরে হওয়া আরও কয়েকটি মামলার সন্দেহভাজন আসামি তিনি।