সিলেটে জমজমাট জিপিএ-৫ সংবর্ধনা
শরতের রৌদ্রোজ্জ্বল সকালে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্বর। সবার মুখে খুশির ঝিলিক। চত্বরজুড়ে হইহুল্লোড় আর উৎসবের আমেজ। ছোট ছোট দলে চলছিল আড্ডা। সেখানে আয়োজন করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার।
আজ শনিবার সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন। এতে কণ্ঠ মেলান শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকেরা। এর আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করে কৃতী শিক্ষার্থীরা। সংবর্ধনার নিবন্ধনের কার্ড হাতে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা মূল প্যান্ডেলের পাশের বুথ থেকে ক্রেস্ট ও স্ন্যাকস সংগ্রহ করে। অনেক দিন পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। এ উৎসবের ক্ষণ একসঙ্গে উপভোগ করার বিরল মুহূর্ত মুঠোফোনের ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় অনেককে।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। সিলেট উৎসবে অংশ নিতে আগে থেকে অনলাইনে নিবন্ধন করে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩২৪ শিক্ষার্থী।
প্রথম আলো বন্ধুসভা সিলেটের সহসভাপতি হিমাদ্রী শর্মা ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. আশরাফুল আলম ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাজীব আহমেদ, সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, প্রথম আলো সব সময় ভালোর সঙ্গে থাকে। অ্যাসিড–সন্ত্রাস প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে আন্দোলনে কাজ করে আসছে। প্রথম আলো সবার ও দেশের জয় দেখতে চায়।
সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছে মেঘা চন্দ নামে একজন কৃতি শিক্ষার্থী। সে বলে, অনলাইনে নিবন্ধন করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছে সে। অনুষ্ঠানস্থলে এসে তার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে।
আব্রাহাম আব্দুল্লাহ সিলেট ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এসে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে বলে জানায়।
অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশিক। কৃতী শিক্ষার্থীদের মধ্যে গান পরিবেশন করে প্রিয়ন্তী মোদক ও রোহিত দত্ত চৌধুরী।