চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বছর আগের ঘটনায় পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে মামলা
পাঁচ বছর আগের মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার চিকিৎসক ইসমাইল হোসেন সদর উপজেলা আমলি আদালতে মামলার আবেদন করেন।
আবেদন আমলে নিয়ে বিচারক মো. আসরাফুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের আদেশ দেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আসামিরা হলেন তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু আবদুল্লাহ জাহিদ, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ও কনস্টেবল খাদেমুল ইসলাম।
বাদীর আইনজীবী নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে জানান, পিবিআইকে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার আদেশ দিয়েছেন বিচারক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১২ জুন রাতে শহরের সেবা ক্লিনিকে গিয়ে এসআই জাহিদ, কনস্টেবল খাদেমুল ইসলামসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন মামলার বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়নি। এরপর পুলিশ সুপারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এক দিন পর ওই বছরের ২৫ জুন গোমস্তাপুর থানার তৎকালীন ওসি জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে এসআই জাহিদ মামলার বাদীকে গিয়ে বলেন, ‘তুই জামায়াত-শিবিরের লোক। পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে তুই চাকরি করতে পারবি না। তোকে জঙ্গি বানিয়ে মামলা দেব বলে শাসিয়ে যায়। প্রতিকূল পরিবেশ থাকায় এত দিন মামলা করা যায়নি।’