নোয়াখালীতে পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মো. রকিছবি: সংগৃহীত

নোয়াখালীতে একটি পশুর হাটে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. রকি (২৮)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মাইজদীর নতুন হাউজিং বালুর মাঠের অস্থায়ী হাটে এ দুর্ঘটনা ঘটে।

রকি সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাজানপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ রোববার জেলা শহর মাইজদীর নতুন হাউজিং বালুর মাঠের অস্থায়ী গরুর হাট বসার কথা। গতকাল বিকেল থেকে সেখানে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন রকিসহ কয়েকজন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন রকি। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, রকি নামের ওই যুবককে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় যুবকের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।