কলাপাড়ায় হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে গেলেন মা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ দিনের এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন মা। গতকাল শনিবার রাত আটটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের শয্যায় নবজাতকটি রেখে তিনি চলে যান।
বর্তমানে নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জে এইচ খান লেলিনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। কন্যা নবজাতকটি সুস্থ আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল শেষ বিকেলে নবজাতকটি নিয়ে হাসপাতালে আসেন বোরকা পরিহিত এক নারী। তিনি নবজাতকটি কোলে নিয়ে শিশু ওয়ার্ডের ৮ নম্বর শয্যায় বসেন। রাত আটটার দিকে নবজাতকটিকে ঘুম পাড়িয়ে কাউকে কিছু না বলে তিনি চলে যান। গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় হাসপাতালের নার্সরা নবজাতকটিকে হাসপাতালের আরএমও জে এইচ খান লেলিনের তত্ত্বাবধানে রাখেন।
আরএমও জে এইচ খান লেলিন প্রথম আলোকে বলেন, ওই নবজাতক সুস্থ অবস্থায় তাঁর কাছে আছে। তার মাকে খোঁজার বিষয়টি থানা–পুলিশকে জানানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ প্রথম আলোকে বলেন, নবজাতকের মাকে খোঁজার প্রক্রিয়া চলছে। খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় নবজাতকটিকে দত্তক দেওয়া হবে।