মাদারীপুরে রেললাইনে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় রেললাইনে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার পাঁচ্চরের লাইফ কেয়ার হাসপাতাল–সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. ইব্রাহিম খান (১৪)। সে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে। মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল ইব্রাহিম।
ইব্রাহিমের বন্ধু মো. রাজু হোসেন বলেন, ‘আমরা রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এমন সময় ট্রেন চলে আসে। আমরা এক পাশ থেকে অন্য পাশে চলে আসি। ইব্রাহিম রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পাথরের ওপর পড়ে যায় সে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর বন্ধু রাজু ও জুনায়েদকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বেইলি ব্রিজ এলাকায় খিচুড়ি খেতে যায় ইব্রাহিম। খিচুড়ি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে শিকদারকান্দি এলাকায় রেললাইনে উঠে আড্ডা দেয় তিন বন্ধু। রাত আটটার দিকে ভাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু রেললাইন পার হয়ে অপর পাশে চলে যায়। ইব্রাহিম অপর পাশে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে পাথরের ওপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে শিবচর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, ট্রেনটি দ্রুতগতিতে ছুটছিল। ইব্রাহিমসহ কয়েকজন রেললাইনে আড্ডায় ছিল। হঠাৎ ট্রেন চলে আসায় ওরা উঠে পড়ে। এ সময় ট্রেনের সামনের অংশের সঙ্গে ধাক্কা লেগে ইব্রাহিম রেললাইনের পাথরের ওপর পড়ে গুরুতর আহত হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, ট্রেনের ধাক্কায় আহত এক শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পথে সে মারা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, ট্রেনের ধাক্কায় ওই শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পায়। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।