পেট্রল ঢেলে কৃষককে পুড়িয়ে হত্যাচেষ্টা, থানায় মামলা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নুর ইসলাম নামের এক কৃষকের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। নুর ইসলামের ছেলে আবদুল আউয়াল বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় আহম্মদ আলী ও জুয়েল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আহত নুর ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের চকপাড়া মহল্লার নজর মণ্ডলের ছেলে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার পৌর শহরের মতির চালকলের কাছে তাঁর গায়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে তিনি আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নুর ইসলাম (৫৫) সাইকেলে করে সান্তাহার শহর থেকে বাড়ি ফিরছিলেন। সান্তাহার সাইলো সড়কের দমদমা মোড় এলাকায় হঠাৎ চার দুর্বৃত্ত নুর ইসলামকে সাইকেল থেকে টেনে নামিয়ে শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় নুর ইসলাম চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তিনি সড়কের পাশে ডোবায় ঝাঁপ দেন এবং কাদায় গড়াগড়ি দিতে থাকেন। এ সময় তাঁর পোশাক ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য রনজু ইসলাম ও আশপাশের লোকজন নুর ইসলামকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এজাহারে অভিযোগ করা হয়েছে, একটি অগভীর নলকূপের সেচ দেওয়া নিয়ে নুর ইসলামের সঙ্গে একই গ্রামের আহম্মদ আলীর বিরোধ চলছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে নুর ইসলামকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।