রাজশাহীতে আ.লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির কর্মী নিহত

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম জয়নাল আবেদীন (৪২)। তিনি বিএনপির কর্মী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীনের বাড়ি ধুরইল কলেজপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা হলেন নিহত জয়নাল আবেদীনের অষ্টম শ্রেণিপড়ুয়া ছেলে মনিরুল ইসলাম (১৬) ও ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান (৪০)।

রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, মোহনপুরে সংঘর্ষে তাঁদের এক কর্মী মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপির কর্মী জয়নাল আবেদীন নিহত হন। বিএনপির নেতা-কর্মীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়নাল আবেদীনের মৃত্যুর পর স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান। মোহনপুর থানায় অগ্নিসংযোগের পর সেখানে কোনো পুলিশ নেই। ঘটনা সম্পর্কে পুলিশের কারও সঙ্গে কথাও বলা যায়নি।