‘নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সব ক্ষেত্রে দক্ষ হতে হবে। নিজেকে গড়ে উঠতে হবে দক্ষ হিসেবে।’
কক্সবাজারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দেড় শতাধিক তরুণকে নিয়ে আয়োজিত দক্ষতা উন্নয়ন কর্মশালায় বক্তারা এ কথা বলেন। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজারের লাবণী পয়েন্টের কল্লোল হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা উদ্বোধন করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজ ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস।
আরও বক্তব্য দেন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ পাটোয়ারী। তিনি নারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এই কর্মশালায় সহযোগিতা দিয়েছে আর্টিকেল নাইনটিন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও জে অ্যান্ড জেড গ্রুপের প্রতিষ্ঠান হোটেল কল্লোল।
কর্মশালায় নাগরিক সাংবাদিকতা, উপস্থাপনা কৌশল, নেতৃত্ব ও যোগাযোগ এবং পর্যটনে তরুণদের সুযোগ—এই চার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় কমিটির সভাপতি জাফর সাদিক, উপস্থাপক ও বন্ধুসভার জাতীয় কমিটির নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, বন্ধুসভার জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন মল্লিক এবং জে অ্যান্ড জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান।
উদ্বোধনী বক্তব্যে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজ ইসলাম বলেন, দক্ষতা উন্নয়নে নিজের প্রচেষ্টার কোনো বিকল্প নেই। উপস্থাপনা, পর্যটন ও উদ্যোক্তা তৈরিতে দক্ষতাবিষয়ক কর্মশালা মাইলফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে তরুণ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে।
মৌসুমী মৌ বলেন, উপস্থাপনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বড় নিয়ামক। আত্মবিশ্বাসী মানুষকে কেউ হারাতে পারে না।
জাফর সাদিক বলেন, নাগরিক সাংবাদিকতার ক্ষেত্রে ভুল তথ্য ও অপতথ্য প্রচার বড় চ্যালেঞ্জ। অনলাইন মাধ্যমে যেকোনো তথ্য প্রচারে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি আইন ও সাইবার নিরাপত্তা আইন অন্যতম বাধা।
ইমরান হাসান বলেন, ট্যুরিজম সেক্টরে দক্ষ জনশক্তি নেই। দক্ষতা উন্নয়ন করতে পারলে সফলতা অর্জনের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে বাবার পকেট থেকে টাকা না নিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে তৈরি করতে হবে। সমাজের সবচেয়ে অবহেলিত ছেলেটি রেস্তোরাঁয় কাজ করছে। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। তরুণদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়ার পরামর্শ দেন তিনি।
ইমরান হাসান উল্লেখ করেন, ‘পর্যটনের অপার সম্ভাবনা আমরা নিতে জানছি না। কক্সবাজার বিমানবন্দরে বিমান থেকে নামলেই শুঁটকির গন্ধ নাকে ঢোকে। আবর্জনায় ভরা পুরো সৈকত নগর। আমরা কেন এটা পরিষ্কার রাখি না? এভাবে থাকলে কেন পর্যটক আসবে?’
শুভেচ্ছা বক্তব্যে আবদুল কুদ্দুস বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য কক্সবাজার যেমন সারা বিশ্বে বিখ্যাত, তেমনি আবার মাদকের জন্যও বদনাম রয়েছে। কক্সবাজার বন্ধুসভা মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে তরুণদের সচেতনতার পাশাপাশি বদনাম ঘোচানোর কাজ করছে।
প্রশিক্ষণ কর্মশালার ফাঁকে ফাঁকে কৌতুক আর গানে মাতিয়ে তোলেন মীরাক্কেল তারকা কমরউদ্দিন আরমান।