ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু
সরকার পতনের এক দফা দাবিতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থাপন করা মঞ্চে সমাবেশ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর বক্তব্য শেষ হলে সেখান থেকে খুলনার উদ্দেশে গাড়ি ছাড়ে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এম মজিদ বলেছেন, বিএনপির শীর্ষ অনেক নেতা ছাড়াও রোডমার্চে যোগ দিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ জন; ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদকসহ ৩০ জন এবং কৃষক দলের ১০ জন ও মৎস্যজীবী দলের ৫ জন কেন্দ্রীয় নেতা ঝিনাইদহে এসেছেন। তাঁরা এই রোডমার্চে অংশ নিয়েছেন। ঝিনাইদহ থেকে শুরু হয়ে রোডমার্চটি মাগুরা ও যশোর হয়ে খুলনায় পৌঁছাবে।
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহম্মেদ, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান।
প্রতীকী কারাগারে খালেদা জিয়ার সাজে
ঝিনাইদহ বাস টার্মিনালে সমাবেশ শুরুর পর উপস্থিত নেতা-কর্মীদের নজর কাড়ে খালেদা জিয়ার প্রতীকী কারাগার। এর ভেতর থেকে একটি শিশু খালেদা জিয়া সেজে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিল। প্রতীকী কারাগারের বাইরে নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেছেন, তিনি তাঁর মেয়েকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে প্রতীকী কারাগারে আবদ্ধ করে সমাবেশস্থলে আসেন। মঞ্চের চারপাশে ঘোরে এই শিশু। এ সময় নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।
খুলনায় মঞ্চ প্রস্তুতির কাজ চলছে
বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চের জন্য খুলনায় চলছে মঞ্চ তৈরির কাজ। নগরের শিববাড়ি মোড়ে ট্রাকের ওপর ওই মঞ্চ তৈরি করা হচ্ছে। রোডমার্চকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
খুলনা মহানগর বিএনপির গণমাধ্যম শাখার সদস্যসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গত ১৫ বছরের মধ্যে অনেকটা বাধাহীনভাবে এই সমাবেশ করতে পারছে বিএনপি। এটিকে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের ফল হিসেবেই দেখা হচ্ছে। তিনি বলেন, বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটার মধ্যে খুলনায় এসে পৌঁছাবে রোডমার্চ। এরপর শুরু হবে সমাবেশ।
খুলনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম প্রমুখ।