নারায়ণগঞ্জে দুই মহাসড়কে যানবাহনের চাপ, যাত্রীদের ভোগান্তি

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুরে যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আজ শুক্রবার দুপুরেছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আজ শুক্রবার ছুটির দিন সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমলেও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটিতে যানবাহনের চাপ ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়েছে বিভিন্ন যানবাহনের যাত্রীদের।

যানবাহনের চালক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়লে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে পড়ে। পরে গাড়িটি সরিয়ে নিলে যানজট কমতে থাকে। তবে মহাসড়কে যানবাহনের চাপ ছিল। যানবাহন বিকল হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট দেখা দেয়। মহাসড়কের কাঁচপুর থেকে তারাব পর্যন্ত যানজটে আটকে ছিল বিভিন্ন যানবাহন। মহাসড়কের অন্য অংশে যানবাহনের চাপ ছিল।

বেলা তিনটার দিকে সরেজমিন দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। সেখানকার বাস কাউন্টারগুলোতেও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভিড় ছিল।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে দুপুরের পর যানজট কমলেও যানবাহনের চাপ ছিল। আজ শুক্রবার দুপুরে
ছবি: প্রথম আলো

ঢাকা-হোমনা-ঢাকা রুটে চলাচলকারী সুপার সার্ভিস পরিবহনের চালকের সহকারী রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে মহাসড়কে প্রচণ্ড যানজট ছিল। এখন যানজট না থাকলেও গাড়ির চাপ রয়েছে। একই কথা জানান চাঁদপুর রুটে চলাচলকারী জৈনপুর এক্সপ্রেসের গাড়িচালক আনোয়ার মিয়া। তিনি বলেন, বন্ধের দিন হওয়ায় অনেকে ঘুরতে ও পরিবার–পরিজনের সঙ্গে দেখা করতে যান। এ কারণে যাত্রীর চাপ একটু বেশি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে লাঙ্গলবন্দে একটি এবং দুপুরে কাঁচপুরে একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বন্যাদুর্গতদের জন্য ত্রাণের গাড়িসহ অন্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ বেশি। তিনি বলেন, উল্টো পথে গাড়ি যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। এখন গাড়ির চাপ আগের তুলনায় কম রয়েছে।