কিশোরগঞ্জে বৃষ্টিতে ভিজে আন্দোলনকারীদের গণমিছিল

৯ দফা দাবিতে শিক্ষার্থীরা সমাবেশ করেন। শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের স্টেশন রোডের গৌরাঙ্গ বাজার এলাকায়ছবি: তাফসিলুল আজিজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তিসহ ৯ দফা দাবিতে কিশোরগঞ্জে বৃষ্টিতে ভিজে গণমিছিল করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মিছিল বের করা হয়।

মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে শহর মুখর করে রাখেন আন্দোলনকারীরা। মিছিলটি শহরের গৌরাঙ্গবাজার, কালীবাড়ী মোড়, গুরুদয়াল কলেজ, আখড়াবাজার, রথখলা এলাকা হয়ে আবার গৌরাঙ্গবাজার দিয়ে শহীদি মসজিদ-সংলগ্ন ইসলামিয়া সুপার মার্কেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা, গণগ্রেপ্তার ও গ্রেপ্তার করা শিক্ষার্থীদের বিনা শর্তে মুক্তিসহ তাঁদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাঁরা রাজপথ ছাড়বেন না। রাজপথ থেকে দাবি আদায় করেই ঘরে ফিরবেন। তবে আন্দোলনকারীরা পুরো শহরে ঘণ্টাব্যাপী মিছিল করলেও পুলিশের তৎপরতা তেমন চোখে পড়েনি। পুলিশকে শুধু স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও মডেল থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর তিনটি গাড়ি স্টেশন রোড এলাকায় টহল দিচ্ছিল।

আরও পড়ুন

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মিছিলকারীদের তাঁরা কোনো বাধা দেননি। মিছিলকারীরা কোনো রকম ঝামেলা ছাড়াই শহর প্রদক্ষিণ করে বাড়ি বাড়ি চলে যান। তবে সাদাপোশাকে থাকা আল আমিন নামের একজন এসআইকে ধাওয়া দিয়েছিলেন মিছিলকারীরা। এতে আল আমিন সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন