সীতাকুণ্ডে শ্রমিক লীগ নেতাকে খুঁজতে কারখানায় হামলার চেষ্টা, ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের ইউনিটেক্স স্পিনিং মিলস নামের একটি কারখানায় হামলা চালিয়েছে হেলমেটধারী কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা কারখানায় প্রবেশে বাধা পেয়ে কারখানার সিকিউরিটি বক্সের কাচ ভাঙচুর করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কারখানা এলাকায় আতঙ্ক তৈরি হয়। গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হেলমেটধারী ব্যক্তিরা শ্রমিক লীগ নেতা সাহাব উদ্দিনকে খুঁজছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। সাহাব উদ্দিন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (কারখানা এলাকা) সদস্য।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত পৌনে নয়টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি এসে কারখানার নিরাপত্তাপ্রহরীর কাছে শ্রমিক লীগ নেতা সাহাব উদ্দিন আছেন কি না, জানতে চায়। নিরাপত্তাপ্রহরীরা ওই নেতা নেই বলায় তারা নিরাপত্তা বক্সের কাচ ভেঙে ফেলে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
স্থানীয় এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, রাত পৌনে নয়টার দিকে একাধিক মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি ইউনিটেক্স কারখানার সামনে আসে। দুজন হেলমেটধারী সিকিউরিটি বক্সের কাছে গিয়ে নিরাপত্তাপ্রহরীদের কাছে সাহাব উদ্দিনের খোঁজে ভেতরে ঢুকতে চায়। এ সময় হেলমেটধারী ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তাপ্রহরীদের কথা–কাটাকাটি হয়। পরে সিকিউরিটি বক্সের কাচ ভেঙে দিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হেলমেটধারী ব্যক্তিরা চলে যায়।
কারখানার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় নয়জন কারখানার ফটকে আসে। এরপর তারা সিকিউরিটি বক্সের কাছে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক(এসআই) কায়েমুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, শ্রমিক লীগ নেতা সাহাব উদ্দিনকে খুঁজতে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে সিকিউরিটি বক্সের সামনে আসে। তাদের সঙ্গে আরও কেউ ছিল কি না, তা জানা যায়নি। থাকলেও তারা সড়কে অবস্থান করছিল। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারখানাটির পরিচালক ফারহান আহমেদ প্রথম আলোকে বলেন, হেলমেটধারী ব্যক্তিরা কারা ছিল, তা তাঁরা জানেন না। এ ঘটনায় আজ বুধবার মামলা করবেন তাঁরা। তিনি বলেন, সাহাব উদ্দিন ইউপি সদস্য হওয়ায় বিভিন্ন সময়ে তাঁদের কারখানায় আসতেন। সম্প্রতি তিনি কারখানায় আসেন না।