পটিয়ায় চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

গণপিটুনিপ্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুজন মিয়া (২৩)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে। পরিবারসহ চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বসবাস করতেন তিনি। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত সুজনের ভগ্নিপতি মনির হোসেন বলেন, আজ ভোরে সুজনের বাবাকে ফোন দিয়ে বলা হয় তাঁর ছেলে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। খবর শুনে সুজনের বাবা ভোর সাড়ে ছয়টার দিকে পটিয়ার শান্তির হাটে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় কয়েকজন বাসিন্দার সহায়তায় সুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ‘সুজন বিয়ের অনুষ্ঠানে ওয়েটার হিসেবে কাজ করতেন। স্থানীয় কিছু বাসিন্দা পিটুনি দিয়ে তাঁকে হত্যা করেছেন।’

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের বাবা কবির হোসেনের বরাত দিয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, নিহত যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, পিটুনিতে নিহত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।