কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ জব্দ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় মহিষছবি: বিজিবির সৌজন্যে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

এ ছাড়া পৃথক অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় কোকেন জব্দ করা হয়েছে। আজ শনিবার সকালে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের ডিগ্রিরচর মাঠে সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে মাদক ও চোরাচালান রোধে অভিযান চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।

পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একই এলাকার সীমান্ত পিলার ৮৪/৩ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় মহিষ জব্দ করে বিজিবি। যার মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। একই দিন সন্ধ্যা ছয়টার দিকে আতারপাড়া এলাকায় সীমান্ত পিলার ৮১/১ এস থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন জব্দ করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত আছে। মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন জব্দ করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।