পটুয়াখালীতে ট্রাকচাপায় পথচারী শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পটুয়াখালীতে ধানবোঝাই ট্রাকের চাপায় মো. নাঈম সিকদার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাসিব সিকদার (১৬) নামের এক পথচারী আহত হয়েছে।

নাঈম পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের মৌকরন এলাকার আবদুল বারেক সিকদারের ছেলে। সে মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। এদিকে আহত হাসিব সিকদার একই এলাকার বাসিন্দা ও নিহত নাঈমের চাচাতো ভাই। হাসিব বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া থেকে ধানবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি কুয়াকাটা-ঢাকা মহাসড়কের বদরপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসকে জায়গা দিতে গেলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কে থাকা দুই পথচারী নাঈম সিকদার ও হাসিব সিকদারকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত দুজনকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক নাঈম সিকদারকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাঈম সিকদারের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে আছে।