পাথরঘাটায় ছাত্রশিবিরের সাবেক নেতা খুন

খুন
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় ব্যবসায়ী (মুঠোফোন রিচার্জ, বিকাশ ও নগদের দোকান) ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা হয়।

মোহাম্মদ আবুল বাশার (৪৬) উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত মতিউর রহমান সিকদারের ছেলে। পাথরঘাটা পৌর শহরে রহমান বিজনেস নামে ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম বলেন, আবুল বাশার গতকাল রাত ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। বাড়ির সামনের একটি ডোবায় আবুল বাশার পড়ে ছিলেন। তাঁকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর ঘাড়ের বাঁ পাশে রক্তাক্ত জখম ছিল। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের কয়েকটি মুঠোফোন ও নগদ টাকা লুট করা হয়েছে।

শাহ আলম আরও বলেন, দেশের বর্তমান অরাজক পরিস্থিতিতে কেউ টাকা লুট করতে আবুল বাশারকে হত্যা করতে পারে। বাড়ির পেছনের রাস্তা নিয়ে তাঁর সঙ্গে কয়েকজন স্বজনের বিরোধ ছিল। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে আমি হাসপাতালে গিয়েছিলাম। লাশ ময়নাতদন্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’