মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চালকলে ঢুকে গেল ট্রাক, পথচারীসহ নিহত ২
যশোরের মনিরামপুর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের চালকলে ঢুকে পড়ায় একজন পথচারী এবং চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক। আজ সোমবার সকালে উপজেলার বাঁধাঘাটা এলাকার যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আনার আলীর ছেলে আবদুর রহমান (৮৫) ও ট্রাকচালকের সহকারী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গেওভাটা গ্রামের আনু মিয়া (৪৮)। আনু মিয়া চালকের সহকারী হিসেবে কাজ করলেও তিনি ট্রাকটির মালিক ছিলেন। আহত ট্রাকচালক নুরুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ সকালে পানির ট্যাংকবাহী একটি ট্রাক যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যশোর থেকে কেশবপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে ট্রাকটি মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় সেতু পার হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালকলে ঢুকে পড়ে। এ সময় মহাসড়কের পাশ দিয়ে যাওয়া পথচারী আবদুর রহমান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ভেতরে আটকা পড়েন চালকের সহকারী আনু মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
মনিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘ট্রাকের ধাক্কায় স্থানীয় এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। চালকলের অফিসকক্ষের সাঁটার ভেঙে ট্রাক ভেতরে ঢুকে পড়ায় ট্রাকের মধ্যে চালকের সহকারী চাপা খেয়ে আটকা পড়েন। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালকও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশের চালকলে ঢুকে পড়ায় একজন পথচারী এবং ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।