বিএনপি কার্যালয়ে ভাঙচুরের মামলায় রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মর্ণেয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে গঙ্গাচড়া ইউপি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমান মর্ণেয়া ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এতে আসামি হিসেবে জিল্লুর রহমানের নাম উল্লেখ করা হয়েছিল। মামলায় বিএনপি কার্যালয়ে অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে হামলা-ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাবু বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলাটি দায়ের করেন।
ওই মামলার আসামিরা হলেন গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিন। তাঁরা বর্তমানে পলাতক। তাঁরাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এতে। এ ছাড়া মামলাটিতে অজ্ঞাতপরিচয় আসামি আছেন ২৫০-২৬০ জন।
ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় আরেকটি হত্যা মামলা আছে বলে জানান গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।