লক্ষ্মীপুরে এক ইলিশের দাম উঠল সাড়ে ৭ হাজার টাকা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি ইলিশ ৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বুধবার রাতে এক জেলের জালে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। পরে তিনি রাতে মতিরহাট মাছঘাটে নিলামে এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।
চলতি মৌসুমে এত বড় মাছ এ অঞ্চলের আর কারও জালে ধরা পড়েনি। বড় আকারের মাছ কম থাকায় এ মাছটি বেশি দামে বিক্রি করা গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, মেঘনা নদীতে জাল ফেলে আবদুস ছাত্তার বড় আকারের একটি ইলিশ মাছ ধরেন। পরে তিনি মাছটি মতিরহাট মাছঘাটে নিয়ে আসেন। মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহী হয়ে ওঠেন। পরে এক ব্যবসায়ী নিলামে আবদুস ছাত্তারের কাছ থেকে ৭ হাজার ৪৫০ টাকায় মাছটি কিনে নেন। তিনি মাছটি ঢাকায় পাঠিয়ে আরও বেশি দামে বিক্রি করেন।
জেলে আবদুস সাত্তার জানান, বড় ইলিশ সাধারণত খুব কম পাওয়া যায়। হঠাৎ তাঁর জালে বড় ইলিশ মাছটি উঠে আসে। ৪-৫ বছর পর ২ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছটি পেয়েছেন।
আবদুস সাত্তার আরও বলেন, মেঘনা নদীর ইলিশ এমনিতেই অনেক সুস্বাদু। এ কারণে এ মাছের চাহিদা সব সময় বেশি থাকে। এর ফলে দাম একটু বেশি। ইলিশটি তিনি বাজারে নিয়ে এলে দেখতে অনেকে ভিড় করেন।