৫২ ঘণ্টা অবরোধের পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

বেতন পাওয়ার আশ্বাসে অবরোধ করে রাখার ৫২ ঘণ্টা পর গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন শ্রমিকেরা। এর পর থেকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে তাঁরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।

গাজীপুরের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা তৃতীয় দিনের মতো আজ সোমবার সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা বেলা একটার দিকে ঘটনাস্থলে যান। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী রোববার বেতন–ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে শ্রমিকেরা নিজেদের মধ্যে কথা বলে বেলা আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আশপাশের ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন–তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে ৯টা থেকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তখন থেকে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের বেতনের দায়িত্ব শিল্প মন্ত্রণালয় নিয়েছে। আগামী রোববার তাঁদের বেতন পরিশোধ করা হবে। বেতন পাওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দেন।