নির্বাচন নির্বাসনে চলে গেছে: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের নির্বাচন নির্বাসনে চলে গেছে। আমাদের ভোটাধিকার নেই, আমাদের বাক্স্বাধীনতা সীমিত। আমাদের অনেকগুলো নাগরিক অধিকার খর্ব। আমাদের অবকাঠামো হয়েছে, উন্নয়ন হয়েছে; কিন্তু উন্নতি কি হয়েছে?’
আজ শনিবার বিকেল চারটায় সিলেটে ‘বাংলাদেশের নির্বাচনের গতিপ্রকৃতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার এমন মন্তব্য করেন। সিলেট নগরের ধোপাদীঘিরপাড় এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সুজন সিলেটের উদ্যোগে এ সভা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সভায় বদিউল আলম মজুমদার আর বলেন, ‘যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, তখন কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়। এখন রাজনীতিতে ধস নেমেছে, বুদ্ধিবৃত্তিক রাজনীতি নেই। এখন ছাত্ররাজনীতিতে যাঁরা আছেন, তাঁরা ভালো মানুষ না। ১৯৭১ সালে আমাদের মায়ের বদন মলিন ছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদাবোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই। এটা কি হয়েছে? আমরা তো কেবল ভাত-কাপড়ের জন্য যুদ্ধ করিনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে যোজন যোজন দূরে।’
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। পরে বক্তব্য দেন প্রবীণ বাম রাজনীতিক বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, চিকিৎসক মো. শামিমুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিমা চৌধুরী, সুজন মৌলভীবাজারের সভাপতি ছাদিক আহমদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সুজন সিলেটের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভোটের ব্যাপারে মানুষের অরুচি চলে এসেছে। মানুষ এখন আর ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখান না।